গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
প্রত্নতত্ত্ব অধিদপ্তর
আঞ্চলিক পরিচালকের কার্যালয়, খুলনা
প্রত্নতত্ত্ব অধিদপ্তর উপ-মহাদেশের একটি অন্যতম প্রাচীন অধিদপ্তর। ১৮৬১ সালে ভারত উপ-মহাদেশের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা Archaeological Survey of India (ASI) নামে এ অধিদপ্তরের যাত্রা শুরু হয়। সাধীনতার পর ঢাকায় বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রধান কার্যালয় স্থাপিত হয়। ১৯৮৩ সালে বিভাগীয় পূনর্বিন্যাসের মাধ্যমে ঢাকায় প্রধান দপ্তরসহ ৪টি বিভাগে আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে খুলনা ও বরিশাল বিভাগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা মোট ১১০ টি (একশত দশটি)। এছাড়া ২ টি বিভাগীয় জাদুঘরসহ মোট ৮ টি জাদুঘর প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে। উক্ত জাদুঘর ও প্রত্নস্থান সমূহের মাধ্যমে দর্শক, পর্যটক ও গবেষকগণকে সেবা প্রদান করা হয়।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)