আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের আয়োজনে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকার সহযোগীতায় গত ২৯ মে ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রবিবার আঞ্চলিক পরিচালকের কার্যালয়, খুলনার সেমিনার কক্ষে উদ্ভাবনী ধারণা- “খুলনা বিভাগীয় জাদুঘরে অটিস্টিক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী সজ্জাকরণ” বিষয়ে দিনব্যাপী (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব রতন চন্দ্র পন্ডিত মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।