আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের আয়োজনে আগামী ২৭ মে ২০২২ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার কুষ্টিয়া জেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কার্যালয়ের সেমিনার কক্ষে “শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম শীর্ষক প্রকল্পের সম্পাদিত কার্যক্রমের পর্যালোচনা ও দীর্ঘস্থায়ী রক্ষণাবেক্ষণে করণীয়” বিষয়ে দিনব্যাপী (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব রতন চন্দ্র পন্ডিত মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) উপসচিব জনাব মাইনুর রহিম মহোদয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জনাব মো: আরিফুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ কুষ্ঠিয়ার নির্বাহী প্রকৌশলী জনাব মো: জাহিদুল ইসলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা এবং খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক’গণ ও রবীন্দ্র কুঠিবাড়ী শিলাইদহ, কুষ্টিয়ার কাস্টোডিয়ান। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের আয়োজনে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকার সহযোগীতায় গত ২৯ মে ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রবিবার আঞ্চলিক পরিচালকের কার্যালয়, খুলনার সেমিনার কক্ষে উদ্ভাবনী ধারণা- “খুলনা বিভাগীয় জাদুঘরে অটিস্টিক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী সজ্জাকরণ” বিষয়ে দিনব্যাপী (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) সেমিনার আয়োজন করা হয়। অটিস্টিক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী সজ্জাকরণ পরিদর্শন: আঞ্চলিক পরিচালকের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের ইনোভেশন টিম খুলনা বিভাগীয় জাদুঘরের নীচতলায় অটিস্টিক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী সজ্জাকরণ করেছেন তা পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব রতন চন্দ্র পণ্ডিত মহোদয় তার সাথে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকার ইনোভেশন টিম।
৪ জুন ২০২১ খ্রিস্টাব্দ তারিখ শুরু হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকরে কার্যালয়, খুলনা ও বরিশাল বিভাগ আয়োজিত ওয়েবিনার সিরিজ। Webinar Series entitled Archaeologies of deltaic ecology: Relevant methods and techniques for engaging with human and non-human interaction in Southwestern part of Bangladesh বিষয়ক Webinar Series এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন। সভামুখ্যের দায়িত্ব পালন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্নসচিব জনাব মো. আতাউর রহমান। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকরে কার্যালয়, খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন। ওয়েবিনার সিরিজের প্রথম দিনের সম্মানিত বক্তা, যুক্তরাষ্ট্রের ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন গুডব্রেড। ওয়েবিনার সিরিজটি ২০ জুন ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হয়। বক্তা হিসেবে আরো থাকবেন যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল এল ক্রুমলে, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল এস স্টেকার, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, বাংলাদেশ এর ড. মমিনুলন হক সরকার, ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিষ্ণুপ্রিয়া বসাক, অধ্যাপক কৌশিক গঙ্গোপাধ্যায়, উত্তরণের জনাব শহীদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্রগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান। দেশ ও বিদেশের প্রত্নতত্ত্ব, প্রাকৃতিক বিজ্ঞান, ভূবিদ্যা, মানবিক বিদ্যা এবং সমাজ বিজ্ঞানের গবেষক ও শিক্ষার্থীগণ এই ওয়েবিনার সিরিজে যুক্ত হয়েছেন।