ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ। সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’ সেই ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির এক বছর পূর্ণ হলো আজ ৫ই আগষ্ট ২০২৫। এই দিনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজকে থাকছে নানা আয়োজন এবং পুরো জাতির কাঙ্খিত জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ ৫ই আগষ্ট ২০২৫ বেলা ১১টায় আজকের আয়োজন শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ১১টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, ২টা ২৫ মিনিট থেকে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেশাল ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেল পরিবেশনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS