Wellcome to National Portal

Welcome to the website of the Office of the Regional Director, Directorate of Archaeology, Khulna and Barisal Division

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


এম.এম. দত্ত বাড়ি জাদুঘর

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক স্মৃতি বিজড়িত স্থাপনা। বিশেষ ব্যক্তিত্বের স্মারক নিদর্শণ হিসেবে ১৯৬৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। ২৫৫৫ আয়তন বিশিষ্ট জাদুঘরে ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট গ্যালারী রয়েছে। কমপ্লেক্সের মধ্যে মধুসূদনের পৈতৃক বাড়ি, পাঠাগার, মিউজিয়াম, কবির আবক্ষ ভাষ্কর্য, শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে। মধুপল্লী সংস্কার প্রকল্পের মাধ্যমে ২০০২ সালে অবকাঠামোগত উন্নয়ন সাধনসহ প্রত্নতাত্ত্বিক সংস্কার করা হয়েছে এবং ২০০২ সাল থেকে এখানে টিকিট প্রথা চালু করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলা ভাষার প্রখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত এর পিতা রাজানারায়ন দত্ত নির্মিত বাড়িটি কবির স্মৃতি নিদর্শন ও আলোকচিত্র নিয়ে গড়ে তুলেছে একটি জাদুঘরে। প্রত্নতত্তব অধিদপ্তরের সংস্কার করা দোতলা এ বাড়িতে রয়েছে ছয়টি কক্ষ। উপরে তিনটি, নিচে তিনটি। নিচ তলায় রয়েছে দত্ত পরিবারের মন্দির, মধুসূদন জাদুঘর। জাদুঘরে রয়েছে খাট,চেয়ার এবং আলমারি। পাশে রয়েছে ছোট একটি পাঠাগার। এ ভবনের উত্তরদিকে রয়েছে ছাদহীন-দেয়াল ঘেরা একটি কক্ষ। কক্ষের কোণায় রয়েছে তুলসী গাছ। দত্ত বাড়ির প্রবেশ দরজার সামনে ১৯৮৪ সালে শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের হাতে নির্মিত মধুসূদন দত্তের একটি ভাস্কর্য কবির স্মৃতি ধরে রেখেছে।

টিকেট প্রাপ্তিস্থানঃ     

জাদুঘরের গেটের  পাশেই রয়েছে টিকেট কাউন্টার, জনপ্রতি টিকেট এর দাম ২০/- টাকা করে, পাঁচ বছরের কম কোন বাচ্চার জন্যে টিকেট এর দরকার পড়েনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মুল্যে নির্ধারন করা হয়েছে ১০ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য ১০০/- টাকা এবং অন্যান্য বিদেশী দর্শকদের জন্য টিকেটের মূল্য ৩০০/- টাকা করে।

 বন্ধ-খোলার সময়সূচীঃ

গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। আর শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুম্মার নামাযের জন্যে সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা ২.০০ থেকে   খোলা থাকে। এছাড়াও সরকারী কোন বিশেষ দিবসে জাদুঘর থাকে ।

 কি ভাবে যাবেনঃ

ঢাকা থেকে যশোর বাসে যেতে পারেন । সেখান থেকে বাস পরিবর্তন করে কেশবপুর বাসস্ট্যান্ড । এরপর আপনি অটোরিক্সা অথবা ভ্যানে ২০/২৫ টাকা ভাড়ায় এম.এম. দত্ত বাড়ি আসতে পারেন ।


'‌প্রত্নসম্পদ একটি দেশের অতীত ঐতিহ্যের বাহক' '‌প্রত্নসম্পদ জাতীয় সম্পদরক্ষার দায়িত্ব সকলের' 'পুরাকীর্তি আইন সম্পর্কে সচেতন হোন'

Dalijhara Buddhist Vihara