ঝুড়িঝারা প্রত্নঢিবি সাতক্ষীরা জেলার তালা উপজেলার ডাঙ্গানলতা ইউনিয়নে অবস্থিত। স্থানীয়ভাবে ঝুড়িঝারা নামে সুপরিচিত প্রত্নস্থানটি চুকনগর থেকে তালা গামী পাকা রাস্তার তেতুলিয়া জামে মসজিদের মোড় থেকে ১.৪ কি.মি. পূর্বে অবস্থিত। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে ঢিবিটি শীর্ষদেশের উচ্চতা প্রায় ৩.০৫ মিটার । ঢিবির পরিমাপ উত্তর-দক্ষিণে প্রায় ৪০মিটার ও পূর্ব-পশ্চিমে ৪২ মিটার। ঢিবির উপরিভাগে বিক্ষিপ্ত অবস্থায় ইটের কণা, মৃৎপাত্রের ভগ্নাংশের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢিবির নিচে প্রাচীন স্থাপনার অস্তিত্ত্ব রয়েছে। বর্তমানে ঢিবির শীর্ষদেশ হতে চারদিকে ঢাল রয়েছে। ২০১৮-১৯ অর্থ-বছরে এই প্রত্নতাত্ত্বিক ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে। চলমান প্রত্নতাত্ত্বিক খননে ইটের স্থাপনা উম্মোচিত হয়েছে। ভরত ভায়না প্রত্নস্থানের সাথে এই প্রত্নস্থানে প্রাপ্ত স্থাপনার ইট ও স্থাপনার নির্মাণ কৌশলের মিল রয়েছে। চলমান প্রত্নতাত্ত্বিক খননের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন শেষে গবেষণা লব্ধ তথ্যের মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS